সৌরভ লোধ ||
ক্রমেই বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি। অব্যাহত ভারী বর্ষণে নদীতে বৃদ্ধি পাওয়া এ পানি ইতোমধ্যে বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফ জানান,গোমতী নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে যা দুপুর নাগাত বিপদ সীমার উপরে উঠে গেছে।
তিনি আরো বলেন, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের টিম নদীর পাড়ে দিন-রাত কাজ করে যাচ্ছে। নদীর বাঁধ রক্ষায় আমাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা এবং সাধারণ মানুষ কাজ করছে।
আমরা গোমতী পাড়ের মানুষজনকে বলেছি তারা কোথাও কোনো বাঁধে ফাঁটল বা ঝুঁকি দেখলে যেন পানি উন্নয়ন বোর্ডকে সাথে সাথে জানায়।
জানা গেছে, গত দুইদিন ধরেই নদীর পানি বাড়ছে। তবে মঙ্গলবার বিকেল থেকেই পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। একই সাথে স্রোতের গতিও বেশি। ফলে গোমতী পাড়ের আশপাশে অবস্থিত বাবুর বাজার, এতবারপুর, ছত্রখিল, কামাড়খাড়া বাঁধ ঝুঁকির মুখে রয়েছে।