সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।
শুকবার (৩০ আগষ্ট) তিনি উপজেলার বন্যা দুর্গত লক্ষীপুর ইউনিয়নে কয়েকটি এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি এই ইউনিয়নের আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন।
এসময় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় এ আশ্রয় নেওয়া সকল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সঠিকভাবে পাচ্ছে কিনা তা তদারকি করেন। পাশাপাশি সকল পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক বলেন, নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। এই আশ্রয়কেন্দ্র ছাড়াও
আমরা আজ দুর্গত কিছু এলাকা ঘুরে দেখেছি। যারা পানিবন্দি আছে। তাদের আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। অনেক জায়গায় রান্না করে খাবার দেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি ভাবে তাদের সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে। এগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে আছে। প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে আমরা এগুলো দিচ্ছি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া,বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।