বিবর্তন রিপোর্টঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠন বন্যার্তোদের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ক্রান্তিলগ্নে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যায় লাখ লাখ মানুষ গৃহবন্দী ও অনাহারে দিন অতিবাহিত করতে থাকে।
প্রাথমিক ভাবে ফেনী জেলার বিভিন্ন এলাকায় তাৎক্ষনিক ত্রান সহযোগিতা করলেও, টানা দ্বিতীয়বারের ফেনী ফুলগাজী উপজেলায় মুন্সির হাটে ২০০ ও কুমিল্লা ব্রাম্মন পাড়া এলাকায় ২০০ পরিবার। মোট ৪০০ পরিবারের মাঝে চাল, মুশুরের ডাল, আলু, পেয়াজ, রসুন, তৈল, লবণ, হলুদ গুড়া, মরিচ গুড়া, চিড়া, মোমবাতি, গ্যাসলাইট, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মসার কয়েল, পানি, বাচ্চাদের ড্রাইফুড – দুধ / সেরিলাক, বিস্কুট, স্যানিটারি ন্যাপকিন, প্যাম্পার্স সহ নিত্যপ্রয়োজনীয় নানা উপাদান প্রদান করা হয়।
উক্ত ত্রান কার্যক্রম সার্বিক তত্তাবধানে ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মোঃ জহির হোসেন, সভাপতি মোঃ সাব্বির হাসান দিদার, সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ মানিক, সহসভাপতি আজিজুর রহমান মিজান, সহসভাপতি মোঃ মারুফ হোসেন ফারুক, অর্থসম্পাদক হাসান মাহাদী রিয়াজ, সদস্য শ্যামল সহ অন্যান্য সেচ্চাসেবীগণ।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সামাজিক দারিদ্র্যতা দূরীকরণ, বিন্যামূল্যে চিকিৎসা সেবা, অবৈতনিক শিক্ষা-কার্যক্রম, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সহ শিক্ষাবৃত্তি নানা কর্মসূচি পালন করে আসছে।।