বিবর্তন রিপোর্ট ||
কুমিল্লার বরুড়ায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার দায়ে আবুল খায়ের নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলার গালিমপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং।
জানা গেছে, গত কয়েক দিন ধরে গালিমপুর সড়কের পাশে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আইয়ুব আলীর ছেলে আবুল খায়ের। খবর পেয়ে সোমবার বিকেলে গালিমপুর গ্রামে জমি থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ড্রেজার অপসারণ এর নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।পরে ৫০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।