বিবর্তন ডেক্সঃ
কুমিল্লা জেলায় সদ্য যোগদান করা নবাগত জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেছেন, ‘কাগজে কিংবা পাথরে নয়, আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই। আমি এ জেলার নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লার কর্মরত মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, ‘ ঐতিহ্যবাহি কুমিল্লা জেলায় অনেক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। এ কুমিল্লায় কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি এখানে কাজ করব জেলার নাগরিকদের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে।’ জেলার নাগরিকদের পাশে নিয়ে আমি একসঙ্গে, আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। নাগরিকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমার কোথাও যদি ভুল হয়, বা আমি মনোযোগ দিতে না পারি, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, আমাকে সহযোগিতা করবেন। কুমিল্লায় শিক্ষা, ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। আর জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা নিতে হবে।’
সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বর্তমান সভাপতি এনামুল হক ফারুক, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাদেক মামুন, টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, দৈনিক শিরোনামের মোতাহের হোসেন মাহবুব প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, কালের কন্ঠের প্রতিনিধি আব্দুর রহমান, এনটিভির প্রতিনিধি মাহফুজ নান্টু, গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রণী, বাংলা টিভির আরিফ মজুমদার , সাপ্তাহিক মেগোতির সম্পাদক আসিফ মান্না, দৈনিক পূর্বাশার রাসেল সোহেল, ম্যাক রানা, হাবিবুর রহমান মুন্না প্রমুখ।