সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়ায় শতবর্ষী এক বৃদ্ধা টানা দুইদিন মুষলধারে বৃষ্টির মাঝেও এক রাস্তার পাশে শুয়ে আছে। এলাকাবাসীর ধারনা বৃদ্ধাটি মানুষিক ভারসাম্যহীন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা বাজার থেকে ঝলম বাজার সড়কের মধ্যবর্তী স্থানে এই বৃদ্ধা মহিলাটিকে দেখা যায়। তিনি অসু্স্থ ও মানুষিক ভারসাম্যহীন থাকায় তার নাম,জেলা উপজেলা কিছুই জানা যায়নি।
স্থানীয়রা বলেন, গত মঙ্গলবার সকাল থেকে তাকে দেখতে পায় এখানে। রাস্তার পাশে এমন অনেক মানুষ এসে শুয়ে থাকে এই ভেবে কেউ কিছু বলেনি। কিন্তু বুধবার থেকে যখন ভারী বৃষ্টির মাঝেও তাকে শুয়ে থাকতে দেখে তখন স্থানীয় মানুষদের সন্দেহ হয় তিনি জীবিত আছেন কিনা। কয়েকজন মিলে বৃদ্ধার সামনে গিয়ে দেখে তার চোখের পাতা নড়ছে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক। তখন সবাই ধরে নেয় তিনি মানুষিক ভারসাম্যহীন।
এক পর্যায়ে স্থানীয়রা বৃদ্ধাকে হাসপাতালে নিতে চাইলে তিনি মারাত্মকভাবে আক্রমণাত্মক হয়ে যায়। সামনে যা পায় সেটা দিয়েই মারতে আসে।
রাকিবুল নামের একজন স্থানীয় বাসিন্দা জানান, প্রথম দিন তাকে কিছু খাবার দিয়েছিলাম। কিন্তু সে খাবার গুলো খায়নি। ২য় দিন তাকে স্থানীয় আরো কয়েকজন মিলে হাসপাতালে নিতে চাইলাম তিনি মারাত্মক আক্রমণাত্মক হয়ে আমাদের মারতে আসে। পরে আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি।
এই বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, আমি মিটিংয়ে আছি এখন।
আমি দেখছি বিষয়টা।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, আমি এখনি দেখছি।
পরে উপজেলা নির্বাহী অফিসার বৃদ্ধাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।