সৌরভ লোধ ||
কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আড্ডা বাজারে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিকাল ৩টায় থেকে ৫টা পর্যন্ত উপজেলার আড্ডা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহণ করে আড্ডা ডিগ্রি কলেজ, আড্ডা হাই স্কুল, বেওলাইন মহিলা মাদ্রাসা ও স্থানীয় জনগণ। মানববন্ধনে বক্তব্যদেন মোশাররফ মেম্বার, জাহাঙ্গীর মীর, রাকিবুল ইসলাম, বিনয়সহ আরও অনেকে।
তারা বলেন, ধর্ষকদের ৪৮ঘন্টার মধ্যে আটক করতে হবে। তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক, কখনও কেউ এমন নিন্দনীয় কাজ করবে না। আমরা ভুক্তভোগীর পক্ষে দাঁড়িয়েছি। ধর্ষকের ফাঁসি চাই।
উল্লেখ্য, কুমিল্লার বরুড়ায় মাদ্রাসা থেকে ভাগ্নি ও ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরার পথে এক নারীকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার আড্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গতকাল (২৫ সেপ্টেম্বর) বুধবার তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নিজেই।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তিন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রুবেল (২৮)। তিনি উপজেলার আড্ডা এলাকার বাসিন্দা। এ ঘটনায় অপর দুই অভিযুক্ত হলেন একই এলাকার মো. মানিক (৩৩) ও মো. বাপ্পি (২৫)। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন।