
Oplus_131072
সৌরভ লোধ ||
রাত পোহালেই ঈদুল আযহা।ঈদকে ঘিরে কুমিল্লার বরুড়ায় পাড়া-মহল্লার অলিগলিতে চলছে ঈদের আমেজ। সবখানেই বইছে সাজ সাজ রব, ঈদ ঈদ উৎসব।
আসন্ন ঈদকে ঘিরে কোরবানির পশু কেনা, পোশাক কেনার পর নিজেকে পরিপাটি করে তুলতে সকল বয়সী মানুষ ভিড় জমাচ্ছে এলাকার সেলুন গুলোতে। তাই ঈদকে সামনে রেখে চরম ব্যস্ত সময় পার করছে সেলুন ব্যবসায়ীরা।
শনিবার (৭ জুন) কুমিল্লাসহ সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা।তার একদিন আগে গভীর রাতেও চলবে উপজেলার প্রায় সকল বাজারের সেলুনে খুর-কাচির খচখচ শব্দ।
এইসময় সেলুন দোকান গুলাতে সিরিয়াল পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তারপরও কাস্টমারদের নেই কোন অভিযোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খোশবাস বাজার,রামমোহন বাজার,বরুড়া সদর,ভাউকসার, গালিমপুর,লক্ষীপুর সহ স্থানীয় এলাকার সেলুনগুলোতে চলছে চরম কর্মযঞ্জ।
সেলুন মালিক রাজু শীল জানান, প্রতি বছর দুই ঈদের সপ্তাহ খানেক আগে কাজের চাপ বাড়ে। বাচ্চা হতে শুরু করে সব বয়সি মানুষ পরিপাটি হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। ঈদের দিন সকাল পর্যন্ত বিরতিহীন কাজ করতে হয়। অধিকাংশ ক্রেতা পরিপাটি শেষে বকশিস দেয়।
পরিপাটি হতে আসা আকতারুজ্জামান বলেন, ঈদের সময় সিরিয়াল দিতে হয় চুলদাড়ি কাটার জন্য। সেলুনে চরম ভিড়। সেলুন মালিকরা বলেন, সিরিয়াল আছে দেরি হবে। কিছুই করার নেই, দেরিতে সে চুল কাটাতে হয়। ঈদ আসলেই চুল দাড়ি কাটা নিয়ে ভোগান্তির শিকার হতে হয়।
রাতুল নামের আরেকজন কাস্টমার জানান, বাচ্চাকে নিয়ে এসেছে চুল কাটার জন্য। সিরিয়ালের লম্বা লাইন। এমনিতেই ঘরে ঘরে জ্বর সর্দি। তারপর আবার লম্বা লাইনে পরে বাচ্চা দরদর করে ঘামছে। উপায় নেই চুল কাটাতে হবে, তাই ভোগান্তি পার করে চুল কাটিয়ে নিয়ে গেলাম।