
বিবর্তন ডেক্স ||
কুমিল্লা জেলা বরুড়া উপজেলা গালিমপুর ইউনিয়নের টিম ফর ফিউচার সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী উদযাপন।
রবিবার (০৮ জুন) সকাল সাড়ে ১১টায় গালিমপুর টি সি উচ্চ বিদ্যালয়ের ভবনে গালিমপুর ইউনিয়ের ডাক্তার, সিভিল সার্ভিস ও দশম/সমমান শ্রেনির মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
টিম ফর ফিউচারের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম ফর ফিউচারের সদস্য, কামাল উদ্দিন, শহীদুর রহমান, গোলাম আজম, তাজুল ইসলাম, সঞ্জুনাথ চক্রবর্তী, ভুপাল মজুমদার, জোনায়েদ হোসেন ও শহীদ উল্ল্যাহ।
আলোচনা শেষে গালিমপুর ইউনিয়ের ডাক্তার, সিভিল সার্ভিস ও দশম/সমমান শ্রেনির মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
তারপর সংগঠনের সদস্য ফটোসেশান আয়োজন করা হয়। ফটোসেশান মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।