সৌরভ লোধ ||
বরুড়া থানা প্রেসক্লাবে নতুন করে যুক্ত হয়েছেন দুই গণমাধ্যমকর্মী।একজন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মাসুদ মজুমদার অন্যজন সাপ্তাহিক স্বদেশ জার্নালের সম্পাদক নয়ন দেওয়ানজি। তাদের যোগদান উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) কুমিল্লা বার্ডে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ।
ক্লাবের পক্ষ থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন সভাপতি সোহেল খন্দকার এবং সাধারণ সম্পাদক সুজন মজুমদার। তারা জানান, দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে এই দুই নতুন সদস্য প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবেন।

সভাপতি সোহেল খন্দকার বলেন,বরুড়া থানা প্রেসক্লাব প্রতি বছরই সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণের আয়োজন করে। এতে সদস্যদের মধ্যে বোঝাপড়া, সৌহার্দ্য ও মেলবন্ধন তৈরি হয়। এবার আমাদের আয়োজন ছিল কুমিল্লা রাজেশপুর ইকোপার্ক এবং কুমিল্লা বার্ড ঘিরে।
ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার জানান, প্রতিবছর অক্টোবর ও নভেম্বর এই দুই মাস নতুন সদস্যদের যোগদানের মাস। এই বছর আমরা দুজন সদস্যকে আমাদের প্রেসক্লাবে পেলাম। দুইজনেই বরুড়ার পরিচিত মুখ।
এর আগে সকাল ১১টায় বরুড়া থেকে যাত্রা করে প্রেসক্লাবের সদস্যরা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকোপার্ক ভ্রমণ করেন। সেখানে বিভিন্ন প্রতিবেদন তৈরির পর দুপুর নাগাদ তারা চলে আসেন কুমিল্লা বার্ডে। নতুন দুই সদস্যকে বরণ ছাড়াও সেখানে আয়োজন করা হয় ছোট আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতা।
দিনব্যাপী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রীতি ফুটবল ম্যাচ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব নেতারা।সভায় প্রেসক্লাব নেতারা জানান, ভবিষ্যতে আরও সদস্যকে অন্তর্ভুক্ত করা ও ক্লাবের কর্মকাণ্ড আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
