বিবর্তন রিপোর্ট ||
আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ কুমিল্লার আয়োজনে গত ১৭ নভেম্বর রাতে কুমিল্লা নগরীর ছাতিপট্টিস্থ নৃ-সিংহ মন্দির প্রাঙ্গণে একটি লীলাকীর্তন অনুষ্ঠিত হয়।
ভারত থেকে আগত তনুশ্রী চৌধুরীর পরিবেশনায় মন্দির প্রাঙ্গনে মনোমুগ্ধকর লীলা কীর্তনটি কুমিল্লার বিভিন্ন এলকাথেকে আগত ৫ সহস্রাধিক শ্রোতাভক্ত উপভোগ করেন।
দামোদর মাস উপলক্ষে গত এক মাসের অবিরাম ভাগবত পাঠ ও নাম সংকীর্তনের সমাপনী দিনে উপভোগ্য লীলাকীর্তনটি পরিবেশিত হয়।
লীলাকীর্তন অনুষ্ঠানের পূর্বে ভাগবত পাঠ ও নাম সংকীর্তন করেন শ্রীকৃষ্ণ কান্ত ভৌমিক ও অধ্যাপক দিলীপ মজুমদার।
এক মাস ব্যপী ভাগবতপাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রীবলদেব সংঘের পক্ষ থেকে
বিভিন্ন পর্যায়ে কৃতি অংশগ্রহনকারীদের পদক ও উপঢৌকনে ভূষিত করা হয়। কুমিল্লা নৃ-সিংহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে ভাগবত আলোচনা ও পদক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানের প্রধানঅতিথি আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ বাংলাদেশের সভাপতি রঞ্জীত কুমার রায়, কুমিল্লার সভাপতি রঞ্জীত কুমার বণিক, অধ্যাপক ড. বিশ্বজিৎ দেব, অধ্যক্ষ তাপস কুমার বকসী , অধ্যাপক দিলীপ মজুমদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বলদেব সংঘের সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী ও বলদেব সংঘের সাধারণ সম্পাদক কাজল দেব। সার্বিক সহযোগিতায়ছিলেন নৃসিংহ দেব মন্দিরের উৎসব কমিটির সাধারণ সম্পাদক কিশোর দেবনাথ।
অনুষ্ঠান শেষে প্রদীপ কুমার সাহার ব্যবস্থাপনায় অংশ গ্রহনকারী চার শহস্রাধিক শ্রোতাভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।
