
Oplus_131072
সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।
শনিবার (১৪ জুন) বিকাল ৫ টার দিকে বরুড়া উপজেলার ভবানিপুর ইউনিয়নের বাতাইছড়ি বড় হাঙ্গিনা গ্রামের তালু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত ওই দুই শিশুর নাম কোহিনূর আক্তার (১১) ও মো: হোসাইন (১০)।একজনের বাড়ি বরুড়ার নরিংপুর গ্রামে।অপরজনের কুমিল্লা সদরে।
স্থানীয়রা জানান, ঈদের পর নানা তালু মিয়ার বাড়িতে বেড়াতে আসে তার দুই মেয়ে।কিছুদিন থাকার পর দুই মেয়ে স্বামীর বাড়ি চলে গেলেও থেকে যায় তাদের দুইবোনের দুই সন্তান। তালু মিয়ার ছেলে বিদেশ থেকে আসবে,সেজন্য নাতী ও নাতনি কে রেখে দেন নিজের কাছে। শনিবার সকাল থেকেই তারা দুই খালাতো ভাই বোন খেলাধূলা করছিল বাড়ির উঠানে। দুপুরে তাদের বাড়ির আশে পাশে না দেখে খোঁজাখুঁজি শুরু করে নানার বাড়ির লোকজন। বিকাল পর্যন্ত অপেক্ষা করেও দুই শিশুর দেখা না পেলে পাশের পুকুরে গিয়ে খুঁজতে থাকে। সন্ধ্যায় সেই পুকুরেই দুই শিশুকে ভাসতে দেখে নানা তালু মিয়া। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের পুকুর থেকে তুলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়।এই সময় পল্লি চিকিৎসক দুই শিশুকে দেখে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন,বিষয়টি শুনেছি।সম্পর্কে তারা দুইজনে খালাতো ভাই বোন হয়। তবে এই বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি।