
বিবর্তন রিপোর্ট ||
কুমিল্লার স্থানীয় দৈনিক ডাক প্রতিদিন ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকায় বিজরা বাজার কমিটির চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিজরা বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
গত বুধবার (২৫ জুন) স্থানীয় দুই পত্রিকায় বাজার কমিটিকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর (২৬ জুন) এর তীব্র প্রতিবাদ জানানো হয়।
এই বিষয়ে বিজরা বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন,আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন, সংবাদপত্রে যখন নিউজ করবে তখন অবশ্য যার বিরুদ্ধে নিউজ করবে তার বক্তব্য আবশ্যক। কিন্তু এই বিষয়ে আমার কোন বক্তব্য নেওয়া হয়নি। অন্যদিকে যে দোকানগুলো থেকে টাকা উঠানোর কথা বলছে, সেগুলো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান কতৃপক্ষ টাকা নিয়েছে মেরামত ও অন্যান্য আনুষঙ্গিক খরচ এর জন্য। এটি সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়। এখানে বাজার কমিটির বিষয় কেন আসবে। অন্যদিকে বাস-সিএনজি থেকে টাকা তোলার বিষয় বাজার কমিটির সাথে রিলেটেড নয়, বাসের তারা এখানের বাসের সিরিয়াল মেইনটেইন ও যানযট নিরসনের জন্য দুইজন ব্যক্তি আছে। তাদেরকে তারা সামান্য চা-নাস্তা বাবদ কিছু টাকা দিয়ে থাকে। আরেকটি বিষয় বাজারের নিরাপত্তা স্বার্থে সিসি ক্যামেরার জন্য টাকা উত্তোলন করা হয়েছে। এটি বাজার ব্যবসায়ী সাথে আলোচনার মাধ্যমে। বাজার ব্যবসায়ী ও প্রবাসীদের কাছ থেকে মিলিয়ে টাকা উত্তোলন করা হয়েছে মোট ১লক্ষ ৬১ হাজার টাকা। কাজ শেষে আয়-ব্যয় হিসাব প্রকাশ করা হবে। এতে লুকোচুরির কিছুই নেই।
সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত নিউজে আমি সামাজিক, মানষিক ও দাফতরিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকা অফিস বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।