
স্টাফ রিপোর্টার ||
কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ও বৃদ্ধি ছাড়াই বরুড়া পৌরসভার ৭০কোটি ৮৭ লক্ষ ৪ হাজার ৫৭৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় বরুড়া পৌরসভার প্রশাসক কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করা হয়।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরের পৌরসভার নানা উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করার জন্য ৭০ কোটি ৮৭লাখ ৪ হাজার ৫৭৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। এ বাজেটে পৌরশহরের বিভিন্ন ওর্য়াডের রাস্তাঘাট, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাজেটের অর্থ ব্যয় করা হবে।
বরুড়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিনুর রহমান খানের সঞ্চালনায় বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং।
এ সময় বরুড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।