
সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়ায় দিঘির পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালো বরুড়া উপজেলা প্রশাসন।
৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নু এমং মারমা মং দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। এসময় তিনি প্রতি পরিবারকে সৎকারের জন্য ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করেন।এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নু এমং মারমা মং বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোন আবেদন করেননি। তবে আমি আজ দুপুর থেকেই গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখে মানবিক দৃষ্টিকোন থেকে স্ব-উদ্যোগে শোকাহত পরিবারকে এ অনুদান দিয়েছি। এবং আপনাদের মাধ্যমে জানাচ্ছি সকল অভিভাবকদের অনুরোধ করবো স্কুল থেকে আসার পর বাচ্চারা কোথায় যায়, কি করছে এবং কার সাথে মেলামেশা করছে সতর্কতার সাথে খেয়াল রাখতে রাখবেন।
উল্লেখ্য,৩ জুলাই বৃহস্পতিবার দুপুরের পৌর এলাকার সাহার পুদুয়া গ্রামে দুই কন্যা শিশু দিঘীতে গোসল করতে নেমে গভীরে চলে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা দুইজন হলেন সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং একই বাড়ির রিপন পোদ্দারের ৮ বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার। নিহত দুই শিশুই বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।