বিবর্তন রিপোর্ট ||
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আবু হানিফ দলটির কুমিল্লা মহানগর শাখার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি নগরীর কোটবাড়ি এলাকার রামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দলের লোকজন নিয়ে আবু হানিফ কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সব আন্দোলন সংগ্রামে হামলায় জড়িত ছিলেন। মামলার আসামি হয়েও এলাকায় ঘুরে বেড়াতেন। গোপন সূত্রে খবর পেয়ে কোটবাড়ি পুলিশ
