সৌরভ লোধ ||
চাঁদপুর শহরের লেকের পানি থেকে আল-আমিন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় রবিবার(১৩ জুলাই) আল-আমিনের সাথে চলা তার ৭ জন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।
এর আগে গত শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা আল-আমিনকে লেকের পানিতে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আল-আমিন এবার সদ্য এসএসসি পাস করা ছাত্র। তিনি চাঁদপুর গনি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আল-আমিন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে শহরের অঙ্গীকার সম্মুখ্য লেকেরপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরে রাত ৯টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আল-আমিনের সঙ্গে থাকা সহপাঠী মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম, শামীমসহ মোট ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করেন তার স্বজন ও এলাকার মানুষজন।কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। নিহতের পরিবার দাবি করেছেন, এটি নিছক দুর্ঘটনা নয়; বরং কিশোর গ্যাংদের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লেকের পানিতে ফেলে দিয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অতিরিক্ত পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
