Oplus_131072
সৌরভ লোধ ||
কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা পূর্ণ আড়ম্বরে উদযাপিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ, কারখানা ও বাসাবাড়িতে ভক্তরা দেবী-দেবতার আরাধনা করে বিশ্বকর্মা পূজা শুরু করেন।
ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকায়,বরুড়া, লাকসাম সহ সকল উপজেলায় পূজা অর্চনায় অংশ নেন ভক্তরা। বিশ্বকর্মা দেবকে সৃষ্টির দেবতা ও কারিগরের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে মান্য করা হয়। তাই কারিগর, মিস্ত্রি, কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মীরা বিশেষভাবে এই পূজা পালন করেন।
শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় সাজানো হয় রঙিন প্রতিমা ও আলোকসজ্জা। সকাল থেকে রাত পর্যন্ত চলে পূজা-অর্চনা, ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় ভক্তরা সুস্থতা, সুখ-সমৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সফলতার জন্য দেবতার আশীর্বাদ কামনা করেন।
সরেজমিনে দেখা যায়,পূজা উপলক্ষে শহরের তুলনায় গ্রামের বিভিন্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। তরুণ-তরুণীরা নতুন পোশাকে মণ্ডপে ভিড় জমায়। পূজার পাশাপাশি অনেক স্থানে আয়োজন করা হয় মেলা, যেখানে ছিল খেলনা, মিষ্টি ও বিভিন্ন ধরনের দোকানপাট।
ভক্তরা জানান, প্রতি বছরই এই একই দিনে বিশ্বকর্মার আরাধনা করা হয়। সাধারণত হিন্দু দেবদেবীর অন্যান্য পূজার দিন-তারিখ পঞ্জিকা মিলিয়ে নির্ধারণ করা হয়। কিন্তু বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে তা হয় না। বছরের পর বছর বিশ্বকর্মা পূজার মাস বা তারিখে কোন পরিবর্তন হয়না।বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলার উৎসব।
