সৌরভ লোধ ||
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী নৃসিংহদেব ও জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, পূজামণ্ডপ কমিটির সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলার আহ্বায়ক অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মণিন্দ্র কিশোর মজুমদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, শৈশবে কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় দুর্গাপূজা মণ্ডপে ঘুরে বেড়িয়ে সন্দেশ খাওয়ার আনন্দ ছিল ভোলার নয়। পূজা সর্বজনীন উৎসব, তাই এবারের পূজায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে নিরাপত্তা টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি পূজা যথাযথ নিয়মে ও নির্বিঘ্নে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের মূল শক্তি। জামাতের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নেই। অতীতে আওয়ামী লীগই জামাতের সঙ্গে জোট করেছিল। আমাদের দলকে অন্যায়ভাবে ‘বিএনপি-জামাত’ ট্যাগ দেওয়া হয়েছে, যা জনগণ এখন বুঝতে পারছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, পৌরসভা সেক্রেটারি মো. মফিজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি জহিরুল হক স্বপন, সাবেক পৌরসভা মেয়র জসিমউদ্দিন পাটোয়ারী, উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল হক রেজু, জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব সুভাষ বণিক, অবসরপ্রাপ্ত বন সংরক্ষক ও গবেষক-লেখক তপন কুমার দে, সাবেক প্রধান শিক্ষক গোপাল ভৌমিক, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রতিদিনের বাংলাদেশ-এর কুমিল্লা ব্যুরো প্রধান অধ্যাপক দিলীপ মজুমদার, জেলা পূজা ফ্রন্টের সহসভাপতি অধ্যাপক জহর লাল দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. তপন কুমার ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বরুড়া শাখার সভাপতি দীপক ভৌমিকসহ আরো অনেকে।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূজা ফ্রন্টের জেলা যুগ্ম আহ্বায়ক ও নৃসিংহদেব মন্দিরের সাধারণ সম্পাদক তাপস লাল দত্ত।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ বরুড়া উপজেলা সেক্রেটারি তপন কৃষ্ণ বণিক এবং শারদাঞ্জলী উপজেলা সেক্রেটারি রাজন চন্দ্র বণিক। পবিত্র গীতাপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা রাখাল ভৌমিক।
এতে বরুড়া উপজেলার ৯২টি পূজামণ্ডপ কমিটির সদস্য এবং জেলা-উপজেলার সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।গালিমপুর ইউনিয়নের পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে প্রাণেশ কর চৌধুরী, ভাউকসারের পক্ষ থেকে কাজল দে, বিশ্বনাথ রায়, অমর কৃষ্ণ ও নির্মল দেবনাথ প্রমুখ অংশ নেন।
সভানুষ্ঠানে দক্ষিন জেলা বি এন পির প্রভাবশালী সদস্য তরিক আহমেদ ভূঁইয়া, বরুড়া উপজেলা বি এন পি যুগ্ম সাধারণ সম্পাদক ভাউকসার ইউনিয়ন বি এন পি সাধারণ সম্পাদক ৭ নং ভাউকসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাসরুল হক সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাশেষে উপজেলার ৯২ টি পূজামণ্ডপ কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন।পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
