নিজস্ব প্রতিবেদক ||
চাঁদপুরের শাহরাস্তিতে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে “শাহরাস্তি আলো ফাউন্ডেশন”। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার)। তিনি বলেন,
“শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ। নৈতিকতা ও মানবিকতার ভিত মজবুত না হলে শুধু ভালো ফলাফল দিয়ে প্রকৃত সফলতা অর্জন করা যায় না। তোমরা আজ যে সম্মান পেয়েছ, সেটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সমাজে আলো ছড়াবে—এই প্রত্যাশা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, মো. আলী আজগর মিয়াজী, মোহাম্মদ ফখরুল আলম পাটওয়ারী, হাজী মো. মহিন উদ্দিন, মেহের ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আহসান উল্লাহ, এবং নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম জুয়েল, পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সুফিয়ান, আর সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার ইমরান হোসেন।
বক্তারা বলেন, শিক্ষা শুধু ডিগ্রি নয়—এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন শাহরাস্তির শিক্ষার অগ্রগতির প্রতিচ্ছবি।
শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
