বরুড়া প্রতিনিধি ||
কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর দিঘলী গ্রামের এক প্রবাসীর বসতবাড়িতে অকটেন ছিটিয়ে অগ্নিসংযোগের অভিযোগে কেফায়েত উল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক।রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় নিজ এলাকা উত্তর দিঘলী থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার দুই ছেলে ফজলে রাব্বি ও রায়হান উদ্দিনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এর আগে, গত ২৩ নভেম্বর রাত ৯টার দিকে বাদীর ছেলে কামালের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক আঃ মান্নান (৭৮) অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে কেফায়েত উল্লাহ ও তার দুই ছেলে তিনটি কক্ষে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাড়ির পাশেই হালিমাতুস সাদিয়া (রাঃ) মহিলা মাদ্রাসার মাহফিল চলছিল। পরিবারের সদস্যরা বাইরে থাকায় ঘর ফাঁকা ছিল। এ সুযোগে তারা অগ্নিসংযোগ করে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
আঃ মান্নানের স্ত্রী পাশের ঘরের দরজার ফাঁক দিয়ে অভিযুক্তদের চিনতে পেরেছেন বলেও দাবি করা হয়েছে। আগুনে বক্স খাট, সোফা, আলমারি, টেবিল–চেয়ার, গুরুত্বপূর্ণ কাগজপত্র, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।
