Oplus_131072
সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই অফিস কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস সময় থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। উদ্যোক্তা কক্ষ ছাড়া প্রায় সব কক্ষই ছিল তালাবদ্ধ। উপস্থিত ছিলেন শুধু দুইজন ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা; কোনো কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি।
সরকারি সেবা নিতে এসে কয়েকজন গ্রাহক জানান, প্রায়ই এমন অবস্থার মুখোমুখি হতে হয় তাদের। কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে নিয়মিত সেবা ব্যাহত হচ্ছে। তালাবদ্ধ কক্ষগুলোর সামনে দাঁড়িয়ে ফিরে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকে না।
প্রথমে চিতড্ডা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে দফাদার খলিলুর রহমান ফোন ধরলে দ্রুত অফিসে এসে জানান,
আমি ভাত খেতে গিয়েছিলাম। অফিস কেন বন্ধ ছিল এ বিষয়ে আমি কিছু জানি না। আজ পতাকা উত্তোলন করা হয়নি, এটা আমাদের ভুল।
সরেজমিনে স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দীর্ঘদিন ধরে অফিসে আসেন না; যদিও তিনি মাতৃত্বকালীন ছুটিতে আছেন। অন্যদিকে ইউপি সচিব সুজন মজুমদার অতিরিক্ত দায়িত্বে থাকলেও সপ্তাহে দুই দিনের বেশি অফিসে উপস্থিত থাকেন না। ফলে পুরো ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
পরে চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমার শিশুটিও অসুস্থ, আমি ঢাকায় যাচ্ছি। পতাকা উত্তোলন না করা ঠিক হয়নি এটা আমি খতিয়ে দেখবো। সপ্তাহের শেষ দিন দেখে হয়তো সবাই তাড়াহুড়া করে অফিস বন্ধ করেছে।
তিনি আরও যুক্ত করেন,সোমবার বা বুধবার অফিসে আসেন, আপনার চায়ের দাওয়াত রইল।
