সৌরভ লোধ :
কুমিল্লার বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্যাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
বুধবার (২৬ নভেম্বর) বরুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় খামারিদের অংশগ্রহণে নানা জাতের গবাদিপশু ও পোলট্রি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরেন তাসকিন তুলি,উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম
,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার সহ প্রমুখ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ বিল্লাল হোসেন ও সফিকুল ইসলাম মানিক।
প্রদর্শনীতে ছাগল, ভেড়া, গরু-ষাঁড়, বিভিন্ন জাতের মোরগ ও কবুতরসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী স্টলে প্রদর্শন করেন খামারিরা। দর্শনার্থীদের ভিড়ে প্রদর্শনী মাঠ সারাদিন প্রাণবন্ত ছিল।
দিন শেষে সেরা তিন খামারিকে সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়মিত বিনামূল্যে টিকা, ভ্যাকসিন, ওষুধ এবং প্রশিক্ষণ প্রদান করে খামারিদের দক্ষতা বাড়াতে কাজ করছে, যা স্থানীয় প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করছে।
