দেবিদ্বারে নৌকার বিরুদ্ধে আপিল করেছে গনফ্রন্টের প্রার্থী।
কুমিল্লা ব্যুরো:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর মনোনয়নকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেছেন গণফ্রন্টের প্রার্থী মো: আলাউদ্দিন। একই আসনের যুক্তফ্রন্টের এ প্রার্থীর নৌকার বিরুদ্ধে এ আপিলকে ষড়যন্ত্র হিসেবে মনে করছেন নৌকার প্রার্থীর সমর্থকরা। মনে করছেন।
গণফ্রন্টে’র প্রার্থী মো আলাউদ্দিন দেবিদ্বার এর ভানী ইউপি কৃষকলীগের আহবায়ক। স্বতন্ত্রপ্রার্থী সাবেক দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর অনুসারী আলাউদ্দিন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও রয়েছেন বলে তিনি পরিচয় দেন।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, নৌকার প্রাথীকে বিতর্কিত করতেই কারো প্ররোচনায় গণফ্রন্টের এ প্রার্থী নৌকার প্রার্থীর মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন।
দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম (ওমানী) বলেন, দল রাজী ফখরুলকে আ.লীগ মনোনয়ন দিয়েছেন । আবুল কালাম আজাদ নৌকার পক্ষে কাজ করেছেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিরোধিতা করছেন। নৌকার মনোনয়নের বিরুদ্ধে তার হাত রয়েছে।
গণফ্রন্টের এ প্রার্থী মো: আলাউদ্দিনের মুঠোফোনে জানান, আদালতে সব বিষয় উল্লেখ করে আবেদন করেছি । ১৫ তারিখের আগে কোন কথা বলতে পারবো না। তবে এক সময় তিনি ইউপি কৃষকলীগের রাজনীতি করতেন বলেও জানান।
এই বিষয়ে জানতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।
দিলীপ মজুমদার
কুমিল্লা ব্যুরোচীফ