কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে প্রিজাইডিং অফিসারদের নিয়ে গোপন বৈঠকের আয়োজন করেছেন সংসদ সদস্য রাজী ফখরুল, এমন একটি তথ্য রোববার বিকেলে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে জানা গেছে এ সময় সংসদ সদস্য এ প্রার্থী রাজী ফখরুল ঢাকায় অবস্থান করছিলেন । রাজনৈতিক কর্মকান্ড হচ্ছে এমন তথ্য পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে দেখেন সেখানে দেবিদ্বার শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষ সমাপনী মিলনমেলার অনুষ্ঠান হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত কলেজ শিক্ষকরা জানান, আজ দেবিদ্বার উপজেলা কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষ সমাপনী মিলনমেলার ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে কোন রাজনৈতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়নি। শিক্ষকরা রাজনৈতিক সভা করছে কে বা কারা এ মিথ্যে তথ্য ছড়িয়ে আমাদের অনুষ্ঠানকে বির্তকিত করার চেষ্টা করেছে।
অনুষ্ঠানের আয়োজক দেবিদ্বার আলহাজ জোবায়দা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক নূর মোহাম্মদ বাবু বলেন, ‘আমরা কলেজ শিক্ষকদের অনুষ্ঠান করছি। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই।’ এটা পুরো ভিত্তিহীন অভিযোগ।
দেবিদ্বার সংসদীয় আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল জানান, আমার বিরুদ্ধে আণীত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। আমি তো ঢাকায় অবস্থান করছি। এমন কোন আয়োজনের বিষয়ে আমি অবহিত নই। মিথ্যে অপপ্রচার করাই তাদের কাজ। নৌকাকে পরাজিত করতে নানা অপকৌশলের পথ বেছে নিচ্ছে তারা ।
মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অতীশ সরকার বলেন, নগরীর একটি রেস্তোরায় সম্ভাব্য প্রিসাইডিং অফিসারদের নিয়ে একটি রাজনৈতিক কর্মকান্ড হচ্ছে, এমন একটি তথ্য আমাদের কাছে আসার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কোন রাজনৈতিক কর্মকান্ড দেখিনি�