ব্যুরো:
কুমিল্লা-৬ (সদর) আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
তিনি ১ লক্ষ ৩২ হাজার ২১০(নৌকা) প্রতীকে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের আনজুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৯ ভোট।
এছাড়া, স্বতন্ত্র জাপার নাঙ্গল প্রতীকের এয়ার আহমেদ সেলিম পেয়েছেন ১৮২৭ভোট এবং একতারা প্রতীকের আব্দুল মজিদ পেয়েছেন ৬২৭ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।
এমপি বাহার ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে টানা চার বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫২টি। সব-কটি কেন্দ্রের ফলাফলে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৩৪৬। গড়ে ভোট পড়েছে ৪৬.২২ শতাংশ।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এর আগে কুমিল্লা জেলা দক্ষিন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক এবং কুমিল্লা পৌরসভার ২ বারের চেয়ারম্যান ছিলেন।