কুমিল্লা দেবিদ্বারে নির্বাচন-পরবর্তী সহিংসতা বাড়িঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে চারজন আহত হওয়ার খবর পাওয়া যায়।ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজামেহার ভোটকেন্দ্রে নৌকার মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নৌকার এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে মো. বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নেতাকর্মীরা।স্থানীয়রা বিল্লালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সন্ত্রাসীরা লোহার পাইপ, হকিস্টিক, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বিল্লালের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলা ফোলা জখম করে। এ ছাড়াও ধারালো ছেনির কোপে বিল্লালের মাথায় মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়।এরপর রাত সাড়ে ৭ টার সময় ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে বিল্লালের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে দামি আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এ সময় শাহজাহান, সাঈদ ও বিল্লালের ভাবি রিনা বেগমকে বেধড়ক মারধর করেন। সন্ত্রাসীরা বিল্লালের ভাবির দুই পা ভেঙে দেওয়াসহ ডান চোখ উপড়ে ফেলে।এ সময় শিমুল নামক এক ব্যবসায়ীর দোকান লুটপাট শেষে দোকানে আগুন লাগিয়ে দেয়। একটি আঞ্চলিক আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে আবুল কালাম আজাদের অনুসারীরা।এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবুও আমি খোঁজখবর নিয়ে পরবর্তী সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না