কুমিল্লা ৮, বরুড়া আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস কিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম এস কিউ ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র-অসহায় ও শীতার্তদের মাঝে ৭,২০০ কম্বল বিতরণ করেন।
১৬ জানুয়ারী সকালে কুমিল্লা বরুড়া নিজ সংসদীয় আসনে খোসবাস স্কুল এন্ড কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় খোসবাস উত্তর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রতিটিতে ৫০ টি করে মোট ৪৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিকেলে তিনি অনুরূপ ভাবে উপজেলার লক্ষীপুর, পয়ালগাছা ও শাকপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫০ টি করে আরও ১,৩৫০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শপথ গ্রহণের পর সংসদ সদস্য হিসেবে তাঁর নির্বাচনী এলাকায় এটি প্রথম কার্যক্রম। দেশের অব্যাহত শৈত্য প্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে এসকিউ ফাউন্ডেশনের অর্থায়নে তিনি উপজেলার মোট ১৪৪ টি ওয়ার্ডের প্রতিটিতে প্রথম দফায় ৫০ টি করে মোট ৭,২০০ টি কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। শফিউদ্দিন শামীম ও তাঁর পরিবার ৩০ বছরের বেশি সময় ধরে এলাকার কাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বেকারত্ব হ্রাস, আবাসন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৬৫০ টি পরিবারের মাঝে অটো রিকশা, সেলাই মেশিন ও নগদ আর্থিক অনুদান প্রদান করেন। ভূমিহীন ও মেধাবী শিক্ষার্থীদের জন্য তিনি বরুড়ায় গড়ে তুলেছেন এক অনন্য আবাসন যেখানে রয়েছে আধুনিক সকল নাগরিক সুবিধা সম্পন্ন দোতলা ফাউন্ডেশন বিশিষ্ট ৬৫ টি একতলা বাড়ি।
সংসদ সদস্য হিসেবে প্রত্যক্ষ ভোট প্রদানে নির্বাচিত করায় বরুড়াবাসীর প্রতি তিনি কৃতজ্�