বিবর্তন নিউজ
১৯ জানুয়ারি কুমিল্লা ৮,( বরুড়া) আসনের নব নির্বাচিত সাংসদ আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম তাঁর প্রতিষ্ঠিত এস কিউ ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র-অসহায় ও শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে ৭,২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির দ্বিতীয় দফা উদ্বোধন করেন। গত ১৯ জানুয়ারী দিনব্যাপী বরুড়ার ১১ ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এর মধ্যে রয়েছে আদ্রা ইউনিয়ন- পেরপেটি উচ্চবিদ্যালয়, ভাউকসার ইউনিয়ন – ভাউকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গালিমপুর ইউনিয়ন – ঝাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন- শিলমুড়ি ঈদগাহ মাঠ, শিলমুড়ি উত্তর ইউনিয়ন- সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর ইউনিয়ন- ভৈশখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগানগর ইউনিয়ন- ইউনিয়ন পরিষদ কার্যালয়, খোশবাস দক্ষিণ ইউনিয়ন- ইউনিয়ন পরিষদ কার্যালয়, বরুড়া পৌরসভা- বরুড়া বাজার, ঝলম ইউনিয়ন- ইউনিয়ন পরিষদ কার্যালয় ও চিতড্ডা ইউনিয়ন- চিতড্ডা মাদ্রাসা।
নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর গত ১৬ জানুয়ারি দেশের চলমান শৈত্য প্রবাহের কারণে তার এলাকা বরুড়া উপজেলার মোট ১৪৪ টি ওয়ার্ডের প্রতিটিতে প্রথম দফায় ৫০ টি করে মোট ৭,২০০ টি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেন। শফিউদ্দিন শামীম ও তাঁর পরিবার ৩০ বছরের বেশি সময় ধরে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বেকারত্ব হ্রাস, আবাসন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি এ যাবত নিজ অর্থায়নে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ ও সংস্কার করেছেন। মনোনয়ন প্রাপ্তির পূর্বে তিনি আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৬৫০ টি পরিবারের মাঝে অটো রিকশা,