হাইকোর্টে রুল
এমপি বাহারকে ইসির জরিমানার সিদ্ধান্ত কেন অবৈধ নয়?
বিবর্তন:
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা জরিমানা করা নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ হবে না– জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব, কুমিল্লার বিভাগীয় কমিশনারসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহারকে এক লাখ টাকাজরিমানা করেছিল ইসি। তিনি জরিমানার টাকা ভোটের আগেই জমা দেন। জরিমানার টাকা ফেরত পেতে গত ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট করেন তিনি।
আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যায়। কিন্তু ইসির আরোপ করা জরিমানা আইনসিদ্ধ হয়নি।
এমপি বাহার বলেন, গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছিলাম। জরিমানার অর্থ ৩১ ডিসেম্বর জমা দেওয়া হয়। ১ লাখ টাকা জরিমানা বিধিবহির্ভূত হওয়ায় টাকা ফেরতে রিট করি।