কুমিল্লা মেঘনা নদীতে থানা পুলিশ এর এক অভিযানে গত ২৩ জানুয়ারী মেঘনা নদীতে চলাচলরত মালবাহী ট্রলার থেকে চাঁদা আদায় কালে চাঁদাআদায়ের রশীদ সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মহিউদ্দিন (৪৫), পিতা-মৃত বাদশা মিয়া, মোঃ ইসমাইল হোসেন (২২), পিতা-মোহাম্মদ আলী, ওমর ফারুক (৩৭), পিতা-মৃত আবুল কাশেম, সর্বসাং-রাধানগর, থানা-বাঞ্ছারামপুর, ব্রাহ্মনবাড়ীয়াকে গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে আদায়কৃত চাঁদার নগদ ৪ হাজার ৩ শত টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীগণ সহ আরোও কয়েকজন। আটক কৃতরা দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীতে চলাচল রত মাছ ধরার নৌকা, মালামাল পরিবহন নৌকা, স্টীমার এবং ইট-বালু বহনকারী নৌযান হতে বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
এ বিষয়ে মেঘনা থানার মামলা রুজু করা হয়েছে।