বিদায় সংবর্ধনা
শতভাগ সৎ থাকার যে তৃপ্তি তা কোটি টাকা দিয়ে পাবেন না: কুমেক পরিচালক
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার মো. আজিজুর রহমান সিদ্দিকীর শেষ কর্ম দিবস উপলক্ষে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটি একটি সমাজ সেবা সংগঠন।
এসময় ডাক্তার মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, কর্মজীবনে সৎ থাকার যে তৃপ্তি তা কোটি টাকা কেন, কোন মূল্যদিয়ে তা পাবেন না। আমি জীবনে সৎ ছিলাম। নীতি ও নৈতিকতার প্রশ্নে কখনও আপোষ করিনি। প্রায় সাড়ে ৫ বছর সময় চট্টগ্রামের সিভিল সার্জন দায়িত্ব পালন করার সময় অফিসের দেওয়া সরকারি গাড়ি দিয়ে নিজ জেলা কুমিল্লায় কখনও আসিনি। সরকারি গাড়ি কখনও ব্যক্তিগত কাজে ব্যাবহার করিনি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যতদিন পরিচালক ছিলাম আমি কুমেকের জন্য কী কী কাজ করেছি তা আপনারা হাসপাতালের ডাক্তার, স্টাফ ও রোগীদের থেকে খোঁজ নিলে জানতে পারবেন।
তিনি বলেন, নিজের দিক থেকে শতভাগ সৎ ও নিষ্ঠাবান থাকার যে আত্মসন্তুষ্টি তা অবসরে আরো বেশি করে অনুভব করবো আশা করছি। তাই আমি দুর্নীতি নিজে কখনও করিনি এবং দুর্নীতি টলারেন্স করতে পারি না।
এসময় উপস্থিত ছিলেন- রিসার্চ সোসাইটির সম্পাদক এনায়েত মোর্শেদ বুলবুল, সহ-সম্পাদক গোলাম হাসনাঈন নাইম সহ বিভিন্ন পর্যায়ের মিডিয়া কর্মী।
ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী কুমিল্লার রত্নগর্ভা মা মরহুমা কাজী খাদিজা বেগম ও গর্বিত বাবা মো. আনোয়ারুল আজিম সিদ্দিকীর জেষ্ঠ্য সন্তান। তারা ৪ ভাই ও ১ বোন। পেশায় সবাই ডাক্তার। কুমিল্লার এক পরিবারের মধ্যে ৫ জন ডাক্তার হওয়ার কারণে তার মাকে রত্নগর্ভা পদকে ভূষিত করা হয়।
তার জন্ম কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে। ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ১৯৮