ময়নামতিতে ভূমি অফিসের জালিয়াতির অভিযোগে ২ যুবক আটক
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তার অফিসিয়াল আইডি হ্যাক ও সীলমোহর সহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতি করে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।
পুলিশ ও ভূমি অফিসের সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো: নুরুল ইসলামের অফিসিয়াল আইডি হ্যাক ও সীলমোহর সহ বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করে দলিলের কাজ সম্পন্ন করেন শরিফ হোসেন ও মো: সালেহ আহম্মেদ।
শরিফ হোসেন ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া গ্রামের মৃত শহিদউল্লাহর ছেলে। সালেহ আহম্মেদ একই ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো: নুরুল ইসলাম জানান, এই দুই প্রতারক আমাকে বিপদগ্রস্ত করতে অফিসিয়াল ও বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করেছে। বিষয়টি আমি জানতে পেরে প্রথমে এসিল্যান্ড স্যারকে অবগত করি তারপর স্যার তাদেরকে আটক করে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয় ফাঁড়ির এসআই মোঃ রহুল আমিন জানান, ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সীল ও ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।