বিবর্তন ডেক্স:
কুমিল্লা শহরতলী শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব হত্যাকাণ্ডের ঘটনায় অবৈধ অস্ত্র উদ্ধারে র ্যব, ও গোয়েন্দা সহ থানা পুলিশের কম পক্ষে ১০টি টিম জেলাজুড়ে চিরুনি অভিযোগ পরিচালনা করছেন।গত ১৫ মার্চ শুক্রবার দিনভর অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।আটককৃত হলেন,শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় থেকে মো. রিয়াজ ও কুমিল্লা বাস মালিক সমিতির সহ-সভাপতি খলিলুর রহমানকে আটক করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন,এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে, কোতোয়ালি পুলিশের ১০ টি টিম আসামিদের সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের আটকসহ এলাকা জুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে নেমেছে । পুলিশে পাশাপাশি গোয়েন্দা পুলিশ, র ্যাব -১১ কাজ করছে।উল্লেখ্য গত শুক্রবার দুপুরে শুক্রবার (১৫ মার্চ) নগরীর শহরতলী শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গ্রুপ এবং একই এলাকার মোল্লা বাড়ির রাব্বি ও সাককু গ্রুপদের মধ্যে সংঘর্ষ হয়।এতে ছাত্রদল নেত জামাল আহমেদ অর্ণব নিহত হয়।গুলিবিদ্ধ বাকী ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।