ছবি: র্যাব১২ এর হাতে আটককৃতরা।
বিবর্তন ডেক্স:
কুমিল্লা নগরীর শাসনগাছা মাইক্রোবাস স্ট্যান্ডের হত্যাকান্ডের ঘটনায়গত ৩৬ ঘন্টার মধ্যে ১২জন আসামীকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত ২টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, সহ ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
গত ১৫ মার্চ কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এক মহিলা যাত্রীর সাথে মাইক্রোবাস ড্রাইভার ও লাইনম্যান এর তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে শাসনগাছা মধ্যপাড়া এবং মোল্লা পাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলি বিনিময় হয।
উক্ত ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এতে জামিল হাসান অর্ণব নিহত হন। ঘটনার প্রেক্ষিতে নিহতের ‘মা ঝর্ণা আক্তার বাদী হয়ে আজ ১৭ মার্চ সকালে কোতয়ালী মডেল থানায় এজাহার নামীয় ২৫জন এবং অজ্ঞাত ৩০/৩৫জনকে আসামী করে মামলা দায়েরকরে।
এদিকে ঘটনার দিন থেকে ঘটনা স্থলে গিয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ এবং জেলা ডিবি সিসিটিভির ফুটেজ, এলাকাবাসীর বক্তব্য বিশ্লেষন, জিজ্ঞাসাবাদ এবং তথা প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে।
এ ঘটনার সাথে প্রত্যেক্ষভাবে জড়িত এজাহার নামীয় আসামী খলিলুর রহমানকে ঘটনার পরপরই পলায়নকালে শাসনগাছা মোল্লা বাড়ী থেকে গ্রেফতার করে। তার বক্তব্য থেকে এজাহারনামীয় আসামী খলিলের ভাই আবু মিয়ার ছেলে রিয়াজকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ঘটনায় গুলি বর্ষনকারী ফজলে রাব্বিকে পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুরে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে গত কাল১৭ মার্চ দুপুর ১ টায় রাস্তার উপর থেকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। এসময় রাব্বিকে জিজ্ঞাসাবাদে শাসনগাছা মোল্লাবাড়ী সংলগ্ন খলিলুর রহমানের নির্মানাধীন বিল্ডিং এর পূর্ব পার্শ্বে পরিত্যক্ত রান্না ঘরের সিলিংয়ের উপর থেকে দুটি ম্যাগজিন সহ একটি বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড লোডকৃত গুলি উদ্ধার করা হয়। আটক কৃত অপর আসামী মোঃ সুমনকে উত্তর দূর্গাপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার লিপি এর শাসনগাছাস্থ ভাড়া বাসা থেকে আজ গ্রেফতার করা হয়।
এদিকে, আসামী সুমনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী শাসনগাছাস্থ মোল্লাবাড়ী সংলগ্ন মৃত রশিদ মিয়ার মাটির ঘরের দক্ষিন পার্শ্বের সীমানা প্রাচীর এবং নুরু মিয়ার নির্মানাধীন ভবনের সীমানা প্রাচীরের মাঝে ফাঁকা জায়গা থেকে দুটি ম্যাগজিন সহ একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ছাড়া, আসামী রাশেদ কে বুড়িচং থানাধীন নিমসার ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আসামী কায়সারকে শাসনগাছা মোল্লা বাড়ী এলাকা থেকে, আসামী সোলেমানকে ও মোল্লা বাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যাবহারকারীসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
গত ১৫ মার্চ ঘটনার পরথেকে গ্রেফতারকৃতরা হলেন , ফজলে রাব্বি (২৭ ), পিতা- খলিলুর রহমান, গ্রাম- শাসনগাছা (মোল্লাবাড়ী), থানা-কোতয়ালী,জেলা কুমিল্লা এ ছাড়া একই জেলার এজাহারনামীয় ১নং আসামী, মোঃ সুমন (২৮), পিতা-মৃত রফিক, গ্রাম-গর্জনখোলা, বর্তমানে-শাসনগাছা (লিপি মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া), থানা- কোতয়ালী,যার বিরুদ্ধে পূর্বের একটি মামলা আছে, রাশেদ (৩৮), পিতা-মৃত মনু মিয়া, গ্রাম- শাসনগাছা (দক্ষিণ বাড়ী), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা,যার বিরুদ্ধে পূর্বের ১টি বিস্ফোরক, ৭টি ডাকাতি প্রস্তুতি, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইনের, ১টি মারামারি মামলা আছে।
গ্রেফতারকৃত ১নং আসামী ফজলে রাব্বি এবং এজাহার নামীয় ২নং আসামী সুমনের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন উদ্ধার এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা আলাদা ২টি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।একদিকে কুমিল্লা র্যাব- ১১ একটি দল একই দিনে আরো ৫ জনকে গ্রেফতার করে।উল্লেখ্য যে, গত কুমিল্লা নগরী শাসনগাছায় আধিপত্য বিস্তারের ঘটনায় দু পক্ষের গোলাগুলিতে কয়েক জন আহত, ৪ জন গুলিবিদ্ধ হয়, এতে রাব্বি নামের একজন নিহত হয়, গুলিবিদ্ধ তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন।