বিবর্তন ডেক্স:
কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী যাত্রিবাহী বিজয় এক্সপ্রেক্স ৭৮৫ ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় ৪/৫জন আহত হয়েছে। তবে ডাউন লাইন স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। রোববার দুপুর ১টা ৫০ মিনিটে দূর্ঘটনাটি ঘটে। ট্রেনের ইঞ্জিনের সাথে বগির লক ভেঙ্গে এ দূর্ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা।
লাকসাম স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান- কুমিল্লার চৌদ্দগ্রাম গুনবতি স্টেশন থেকে পার হয়ে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়েরর হাসানপুর তেজের বাজার এলাকায় দুপুর ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয়এক্সপ্রেস ৭৮৫ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়। তবে এঘটনা হতাহতের খবর জানা যায়নি। লাকসাম জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। খুব শীঘ্রই ডাউন লাইনে ট্রেন চলাচল করবে।
কুমিল্লা উধ্বতন উপসহকারী প্রকৌশলী রেলপথ পূর্বাঞ্চল লিযাকত আলী মজুমদার জানান- ট্রেনের ইঞ্জিল রেললাইনে আছে। ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে গেছে।।তার সাথে ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পযন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।এ ঘটনায় রেলের একটি তদন্ত কমিটি গঠন করা হবে দূর্ঘটনার কারণ জানতে। এ চট্টগ্রামের সাথে সব ধরণের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেছেন, ট্রেন দূর্ঘটনায় ২০-২৫ জন আহত হন এবং ৫ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।এ দূর্ঘটনায গুরুতর ভাবে কেহ আহত হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, চট্রগ্রাম রেল কতৃপক্ষ লাইন চ্যুতবগি সহ সকল ধরণের উদ্ধার কাজের রিলিফ ট্রেন পাঠিয়েছেন। রাত ১২ টার মধ্যে সম্পন্ন হবে ধারনা করা হচ্ছে। আর তারপর পর্যবেক্ষন সাপেক্ষে চট্রগ্রামের সাথে দেশের রেল যোগাযোগ পূন চালু হবে আশা করছি। এ ঘটনা তদন্তে এবং দূর্ঘটনার কারন উদঘাটনের জন্য একটি রেল কর্মকর্তদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে তিনব জানান।
এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী চট্রলা এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে আপেক্ষায় রয়েছে বল জানা যায়।