বিবর্তন ডেক্স:
কুমিল্লা হোমনা পৌরসভা এলাকার দুই নং ওয়ার্ড বাগমারা এলাকায় খাল খননের নামে পুকুর ও জলাশয় ভরাট চলছে।
হোমনা পৌরসভা এলাকার বাগমারা দুই নং ওয়ার্ড বাগমারা হইতে রামপুরা খাল খননের নামে পুকুর ও জলাশয় ভরাট করছে কতিপয় কিছু দুষ্কৃতিকারী। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এই খাল খনন করে বালু উত্তোলন করে টেন্ডার এর মাধ্যমে বিক্রয় করার কথা থাকলেও তা না করে জলাশয় ও পুকুর ভরাট করছে অবাধে। স্থানীয়রা জানায়, এলাকার মাইনুদ্দিন নামে এক ব্যবসায়ীর প্রায় ১৯২ শতক জায়গা ভরাট করা হয়েছে। সরজমিনে দেখা যায় যে ব্যক্তি মালিকানাধীন খাল ভরাট করা হচ্ছে। এসব খাল ও জলাশয় ভরাট করতে গিয়ে কৃষক দুলাল মিয়ার ৬২ শতাংশ জমির ক্ষতি সাধন ও বাবু নামের আরেক অসহায় কৃষকের খালের পাড়ে অবস্থিত বাড়ির জায়গা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
এই বিষয়ে বাবু উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগও করেছিলেন। বর্তমানে ব্যক্তি মালিকানাধীন একটি খাল ভরাট চলমান রয়েছে।
এই বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সাথে যোগাযোগ করলে তিনি জানান খাল খনন করে বালু এক জায়গায় রেখে টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা হবে। বালু বিক্রয়ের টাকা সরকারি কোষাগারে জমা হবে। খাল খননের নামে যদি কেউ জলাশয় কিংবা পুকুর ভরাট করে এমন অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে খাল খনন সিন্ডিকেটের সাথে হোমনা দুই নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল, ২ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ সদস্য সামসু, দুই নং ওয়ার্ড বাগমারা এলাকার আওয়ামী লীগ কর্মী পিচ্চি বাবু, হাকিম ও বাপ্পি সহ আরো অনেকে জড়িত রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানায়।