বিবর্তন ডেক্স:
ভৈরবের মেঘনা নদীতে এক ভয়াবহ ট্রলার দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে থানায় কর্মরত কুমিল্লার বাসিন্দা এক পুলিশ কনস্টেবল তার স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকাজ চলমান থাকলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কনস্টেবল সোহেল রানা, তার স্ত্রী মৌসুমি, মেয়ে মাহমুদা এবং ছেলে রায়সুল গতকাল বিকেলে আশুগঞ্জ সোনারামপুর চরে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে মাঝ নদীতে তাদের নৌকাটি একটি বাল্কহেডের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এই দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং এক যুবককে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
সোহেল রানার পরিবারের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে। তার মা-বাবা ও পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে ভৈরবে ছুটে গিয়েছেন। তারা তাদের সন্তান ও পরিবারের সদস্যদের না পেয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।
ভৈরব নৌ-থানার ওসি মো. মুনিরুজ্জামান এবং ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রানা জানিয়েছেন যে, আজ সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু হবে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।