বিবর্তন রিপোর্ট :
দেশের রাজনৈতিক ও সামাজিক বন্ধনে নানা অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে ব্যতিক্রমী উপায়ে প্রতিবাদ জানিয়ে কুমিল্লায় শান্তির বার্তা দিয়েছেন সাইফুল ইসলাম শান্তি নামের এক যুবক।
২৫ বছর বয়সের এ যুবক মাথায় ও হাতে ব্যান্ডেজ লাগিয়ে শান্তির বার্তা খচিত বুকে ফেস্টুন ঝুলিয়ে কুমিল্লা টাউন হলের সামনে দাঁড়িয়ে এই বার্তা দেন তিনি।
তাঁর বুকে ঝুলানো ফেস্টুনে লেখা ‘তুচ্ছ ঘটনায় হানাহানি খুনোখুনি নয়, আসুন মানুষকে ভালোবাসি’। নগরীর কান্দিরপাড় সড়কে প্রখর রোদ মাথায় নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকা যুবকের বুকে ঝুলানো ফেস্টুনে খচিত এমন বানী দেখে পথচারীরা এগিয়ে আসেন তাঁর দিকে। কেউ কেউ মনোযোগ সহকারে শুনেছেন তার কথা। বর্তমান সমাজে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে এসবের বিরুদ্ধে পথচারীদের জাগিয়ে তুলছেন এই তরুন। চৈত্রের প্রখর রোদে জনপূর্ণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শান্তির বার্তা দেওয়া সাইফুল ইসলাম শান্তি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আমলাহার গ্রামের বাসিন্দা আবদুল মজিদের সন্তান।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় কুমিল্লা টাউন হলের সামনে গিয়ে দেখা যায় ব্যতিক্রমী উপায়ে মানুষের মাঝে শান্তির এ বার্তা দিচ্ছেন এই তরুন।
কেন এমন সাজ? জানতে চাইলে সাইফুল ইসলাম শান্তি বলেন, ক্ষত ধরা এই অসুস্থ সমাজটার সংস্কার দরকার; এটা বোঝাতেই আমি এমন রূপ ধারণ করেছি। সমাজের ক্ষত সারাতে ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিক সহ সমাজের সুশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
সাইফুল বলেন, সমাজে এখন তুচ্ছ ঘটনায় হানাহানি খুনোখুনি বেড়েই চলেছে। মানুষ কেমন যেন হিংস্র ও সার্থপর হয়ে যাচ্ছে। সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটেই চলেছে।
শান্তির বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকা সাইফুল আরো জানান, যখন দেখি এই সমাজে ৫০ টাকার জন্য একজন মানুষ খুন হচ্ছে, যখন দেখি ৮০০ টাকার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে গুলি করে হত্যা করছে, যখন দেখি বউয়ের সাথে ঝগড়া করায় নিজ মাতাকে কুপিয়ে হত্যা করছে সন্তান, যখন দেখি এই সমাজে সামান্য বিড়ি বাকিতে না দেওয়ায় দোকানীকে হত্যা করা হচ্ছে, যখন দেখি অবন্তিকার মত মেধাবী শিক্ষার্থীকে মানসিক নির্যাতন করে হত্যা করা হয় তখন আমার হৃদয়ে রক্ত ক্ষরন হয়। আমি শিহরিত হয়ে উঠি। আমি বাকরুদ্ধ হয়ে যাই।
দেশের প্রতিটি গ্রামে গ্রামে পাড়া মহল্লায় জনসচেতনতামূলক বেশি বেশি সভা সেমিনার ও নাটিকার আয়োজন করতে সরকারের প্রতি জোড় দাবি জানান এই যুবক।