বিবর্তন রিপোর্ট : শুক্রবার( ৫ এপ্রিল) রাত ১০টায় দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মুজিব মিয়ার বাড়ীর ভাড়া বাসার একটি কক্ষ থেকে আমিনুল ইসলাম ও তার স্ত্রী মালেকা বেগমের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মুদিদোকানদার মৃত আমিনুল ইসলাম (৪৪) নরসিংদী জেলার শিবপুর উপজেলার উত্তর মৈশাদী গ্রামের গ্রামের মৃত আব্দুল মান্নান মুন্সির ছেলে। মালেকা বেগম (৪২) বুড়িচং উপজেলার সাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। মালেকা বেগম ২ সন্তান এবং আমিনুল ইসলাম ৩ সন্তান রেখে উভয়ে গত ৬ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মালেকা বেগম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) পদে কর্মরত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন।
বাড়ীর মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম জানান, ছয় মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী স্ত্রী পরিচয়ে বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেয়। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকেলে আসতো, আবার শনিবার চলে যেত। প্রতিবারের মতো গত বৃহস্পতিবার তারা বাসায় এসে রুমে যাওয়ার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরজা খোলেনি। পরে লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে তাদের খাটের ওপর মৃত অবস্থায় দেখতে পায় এবং দুই জনের লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার বিকেলে মৃত আমিনুল ইসলাম এর ভাই দাউদকান্দি একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
এ বিষয়ে দাউদকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো৷ মোজাম্মেল হক পিপিএম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তশেষে আজ বিকেলে স্বজনদের কাছে দুজনের লাশ হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, ‘ ময়নাতদন্তের প্রথমিক রিপোর্ট এবং আমাদের ধারনামতে স্বামী স্ত্রী উভয়ের পারস্পরিক সমঝোতায় মাত্রাতিরিক্ত স্লিপিং টেবলেট খেয়ে তারা মৃত্যু বরণ করেছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে’।