বিবর্তন রিপোর্ট :
কুমিল্লায় এবারে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে। কেননা, স্বতস্ফূর্তভাবে লোকজনের কেনাকাটা ও ঈদ প্রস্তুতির রকমসকম প্রতিটি পরিবারেই বাড়তি আবহ সৃষ্টি করেছে।
আলোক সজ্জায় বর্ণিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ।
পশ্চিমাকাশে আজ বুধবার শাওয়ালের বাঁকা চাঁদ উঁকি দিয়েছে। কাল খুশির ঈদ। সন্ধ্যায় আকাশে শাওয়ালের চাঁদ উঁকি দিতেই খুলে গেছে ঈদের মহাউৎসবের দুয়ার।
আগামীকাল বৃহস্পতিবার ঈদের অনাবিল আনন্দে মেতে উঠতে কুমিল্লার সর্বস্তরের মুসলিম জনতা উন্মুখ হয়ে রয়েছে। কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নজরকাড়া আলোকসজ্জায় বর্ণময় হয়ে উঠেছে গোটা নগরী। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ক্বারী মোহাম্মদ ইব্রাহিম নামাজে ইমামতি করবেন।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের উৎসবমুখর দিনটি ধনী-গরীব সকল শ্রেণী পেশার মুসলিম সম্প্রদায়ের দরজায় কড়া নাড়ছে। ঈদ উৎসব ঘিরে রাজনৈতিক নেতারা গরীবদের মাঝে বস্ত্র, অর্থ বিলি করেছেন। পাশাপাশি কাছের লোকদেরকে ঈদের শুভেচ্ছা উপহারও পাঠিয়েছেন। কুমিল্লার এমপি, মন্ত্রীরাও নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করে থাকেন। ঘরের লোকজন, আত্মীয়স্বজন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের ঘিরেই এমপি, মন্ত্রীর ঈদ উৎসবমুখর হয়ে উঠে।
কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার নগরীর মুন্সেফবাড়ির নিজ বাসভবনে স্বপরিবারে ঈদ উদযাপন করবেন। সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে শরীক হয়ে নামাজ আদায় করবেন এবং মুসল্লীদের সামনে সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছা বক্তব্য রাখবেন। তারপর মুন্সেফবাড়ির নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের লোকজনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নান কেন্দ্রিয় ঈদগাহে নামাজ আদায় করবেন।
জেলা পুলিশের পক্ষ থেকে ঈদের দিন পাড়া-মহল্লায় তরুণ ও যুবকদের সকল প্রকার অশালীন অঙ্গভঙ্গি, কর্মকান্ড ও পথচারিদের বিরক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ঈদের দিনটিকে ঘিরে নগরীর বিনোদন স্পট, ফাষ্টফুড, রেস্তোরাগুলোতে সৌন্দর্যবর্ধনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীতে পুলিশি টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সবমিলে আগামীকাল বৃহস্পতিবার ঈদের অনাবিল আনন্দে মেতে উঠতে উন্মুখ কুমিল্লার লাখো মুসলিম পরিবারের সববয়সী লোকজন।
আগামীদিন ঈদুল ফিতর আনন্দকে কিভাবে দেখছেন, বললেন কুমিল্লা বরুড়া গালিমপুর গ্রামের আদর্শ কৃষক আবদুর রহিম,প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক হিসেবে আমাদের ঈদ আনন্দ খুবই নির্মল। দিনের কাজ দিনে শেষ করে পরিবার পরিজনের দৈনন্দিন চাহিদা মিটাই।
তিনি জানান, বিশ্বের সকল দেশের পরিচয় সমান ভাবে আমার কাছে নেই। থাকার কথাও না। তবুও দেশের তথ্যপ্রযুক্তির অগ্রগতির ফলে গ্রামের মানুষ হিসেবে আমরা বিশ্বের কিছু খবর রাখার সুযোগ হয়। এতে করে বলতে পারি, সব মিলে সকল দূর্যোগ মোকাবেলা করে পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের অনেক দেশের তুলনায় আমরা অনেক ভাল আছি। এবারের ঈদে দেশের নগর-বন্দর, গ্রাম-গঞ্জের সকল ধর্মের ধনী-দরিদ্র সকল পেশার মানুষের ঘরে সুখসমৃদ্ধি ভরে উঠুক এ কামনা করি।