বিবর্তন রিপোর্ট :
আগামীকাল ২০ এপ্রিল শনিবার, সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিব নারায়ন দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসুচি নেয়া হয়েছে। সে সময় ঢাকা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “গার্ড অব অনার” প্রদান শেষে জাতির পক্ষ থেকে শিব নারায়নকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।
তাঁর মরদেহ দুপুর ১২ টায় তাঁর নিজ বাড়ী কুমিল্লা নেয়া হবে এবং বিকেল সাড়ে ৪ টায় তাঁকে কুমিল্লায় সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবে।
কুমিল্লায় তাঁর স্বজন, সহযোদ্ধা সহ গনমানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শিব নারায়ণ দাসের মরদেহ আবার ঢাকায় নিয়ে আসা হবে।
জাতীয় পতাকার অন্যতম নকশাকার, জাসদ নেতা ও বৃহত্তর কুমিল্লা জেলা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর চক্ষু ঢাকা মেডিকেলের সন্ধানীতে সংরক্ষিত থাকবে।
অন্যদিকে তাঁর পরিবার শিব নারায়নের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করেছেন। আর তাই আজ তাঁর মরদেহ ঢাকা বারডেমের মরচ্যুয়ারিতে রাখা হবে বলে জানা গেছে।।