বিবর্তন রিপোর্ট :
বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির ও ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে ইসকন প্রতিষ্ঠাতা ও আচার্য্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বিশেষ কৃপাধন্য শিষ্য, জিবিসি ও ইসকনের অন্যতম দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এর ৭৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ব্যাসপূজা মহোৎসব অনুষ্ঠিত হয়।
তদুপলক্ষে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রী শ্রী তুলসী আরতী, গৌর আরতী ও নৃসিংহ আরতি, ব্যাসপূজার শুভ অধিবাস ও কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
দ্বিতীয়দিন ১৯ এপ্রিল শুক্রবার ভোর সাড়ে ৪টা হতে যথাক্রমে মঙ্গল আরতী, জপযজ্ঞ, দর্শন আরতি, গুরুপূজা ও বিশেষ নৃসিংহ পূজা, শ্রীমদ্ভাগবতম পাঠ ও শ্রীল গুরু মহারাজের গুণ মহিমা কীর্তন ও ভজন কীর্তন, শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের মহা অভিষেক, বড় পর্দায় সরাসরি সম্প্রচার-গুরু মহারাজের অভিষেক ও প্রবচন, ভোগ আরতি, ব্যাসপূজার তাৎপর্য ও শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের লীলা মহিমা আলোচনা শেষে কেক কাটার পর আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সবশেষে গুরু মহারাজের সুস্বাস্থ্য কামনায় শ্রী শ্রী নৃসিংহ যজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে হাজারো ভক্ত-পূর্ণ্যাথীর সমাগম ঘটে।