বিবর্তনডেক্স: কুমিল্লা নগরীর চকবাজারে অবৈধভাবে জিবির টাকা তোলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে এক অটো রিক্সা চালক কে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় নগরী চকবাজার মোড়ে ফয়সাল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী অটো রিক্সা চালক গোলাম আজম কোতোয়ালি মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেছেন বলে মুঠোফোনে জানিয়েছে। আহত গোলাম আজম সদর উপজেলার গোমতী নদীর তীর সংলগ্ন কালাপীর মাজারের পাশে মোঃ আসলাম মিয়ার ছেলে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, জিবির টাকা তোলা কে কেন্দ্র করে তর্কাতর্কিতে এক অটো রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছে বলে জেনেছি। আঘাত গুরুতর নয়। এ বিষয়ে অভিযোগ দিলে, আমরা কঠোর ব্যবস্থা নিব।তবে গোলাম আযমের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, তারা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করবেন।ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী অটোরিকশাচালক গোলাম আযম অভিযোগ করে জানান,কান্দিরপাড় থেকে চকবাজার যাবার পথে রাস্তার উপর সিএনজি স্ট্যান্ডে শান্ত নামে এক যুবক অটো রিক্সা দাঁড় করিয়ে জিবির ১০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শান্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে শান্তকে বাধা দিলে অপু নামে আরেকজন আমাকে আঘাত করে। তাদের দুজনের আঘাতে আমি মাথায় ও ডান হাতে রক্তাক্তভাবে জখম হই। পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে পাঠায়।কুমিল্লা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জিয়াউল হক টিপু জানান,বাস টার্মিনাল ব্যতীত অন্য কোথাও বৈধ ইজারাদার ছাড়া কেউ জিবি তুলতে পারবেন না। কেউ যদি টার্মিনালের বাইরে ইজারা ছাড়া জিবি বা জিপি বা চাঁদা কোন নামে তোলে তাহলে সেটি অবৈধ।