বিবর্তন রিপোর্ট :তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর রহমতপূর্ণ বৃষ্টির আশায় বিশেষ দোয়া ও ইসতিসকার নামাজ পড়েছেন কুমিল্লার মুসল্লিরা।
২৭ এপ্রিল শনিবার সকালে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে বৃষ্টির আশায় এ নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন হাজার হাজার মুসল্লি।
জেলার আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের আয়োজিত এ নামাজে নগরের ইমামতি ও দোয়া পরিচালনা করেন কুমিল্লা বটগ্রাম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা শাহ নুরুল হক।
মুসল্লিরা জানায়, মহান আল্লাহর দরবারে তওবা করে আমরা দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি। আল্লাহ আমাদের ফারিয়াদ কবুল করে রহমতের বৃষ্টি দেবেন। বৃষ্টির আশায় প্রহর গুণছে মানুষ।