সৌরভ লোধঃ
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মোবারক পুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মহিউদ্দিন(২৪) কে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ মারধরের ঘটনা ঘটে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ১০-১২ জন যুবক মহিউদ্দিনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের দৃশ্য দেখা গেছে। পরে ভুক্তভোগীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ (শুক্রবার) সকালে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। এটি অত্যন্ত ঘৃণ্য কাজ। এই ঘটনার সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে বিচার হবে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম বলেন, কেউ আইন হাতে তুলে নিতে পারে না। এটা অবশ্যই অপরাধ। আহত মহিউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলায় রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।