বিবর্তন রিপোর্ট :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকা ২টি ট্রাকের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে।
আজ (১৫ জুন) শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ২টি ট্রাক ও মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোন যানজট নেই। রাতে মেঘনা- গোমতী সেতুর টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি থাকলেও সকালে তা কমে গেছে।
তবে ঘরমুখো মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। যাত্রীরা জানান, যাত্রীবাহী যানবাহন কম থাকায় দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে।