সৌরভ লোধঃ
কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তা পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করলেন জাতীয় সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
শুক্রবার (১৪ জুন) দুপুরে রাস্তা টি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নিকট নিজস্ব তহবিল থেকে পানি নিষ্কাশনের জন্য ১ লক্ষ টাকা অনুদান বিতরণ করেন সাংসদ আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের উত্তর পাড়া (গুলগুইল্লা মার্কেট) থেকে জয়নগর পর্যন্ত রাস্তা টি প্রায় ২ কিলোমিটার স্থানীয় সমাজকর্মী মোশারফ হোসেন বাবলু সহ স্থানীয়দের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে প্রায় ৫টি গ্রামের কৃষক কৃষক, শ্রমিক, পথচারী সহ স্কুলগামী শিক্ষার্থীদের সুবিধার্থে এ রাস্তাটি নির্মাণ করা হয়। বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হলে সোস্যাল মিডিয়ায় রাস্তার খবরটি পান স্থানীয় সংসদ সদস্য। ঐ সময় তিনি অসুস্থ থাকায় চিকিৎসারত অবস্থায় দেশের বাহিরে ছিলেন। দেশে আসার পর এই রাস্তাটির খোঁজখবর নিতে সরাসরি ছুটে যান তিনি।
একটি স্মার্ট ও আধুনিক বরুড়া গড়তে সকলের সহোযোগিতা চান তিনি। তার ব্যক্তিগত অর্থায়নে অনেক কাজ হচ্ছে বরুড়া উপজেলায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, সাবেক বরুড়া পৌরসভার মেয়র বাহাদুরুজ্জামান, এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব তোফায়েল হোসেন প্রমুখ।