সৌরভ লোধঃ
কুমিল্লার বরুড়ায় মায়ের হাতে ২০ মাসের শিশু কন্যা খুন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মা তাহমিনা আক্তার কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১২ টায় বরুড়া পৌরসভার মৌলিভী বাজারে ভাড়া বাসা কেফায়েত ভিলার ছয় তলায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্ত তাহমিনা ও তার স্বামীর গ্রামের বাড়ি বরুড়ার দক্ষিন শীলমুড়ি ইউনিয়নের নসরতপুর গ্রামে।তাহমিনা পেশায় একজন শিক্ষিকা। তিনি উপজেলার দক্ষিন শিলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলো। দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। মানুষিক ডাক্তার দেখানোর পর ঔষধ খাওয়া নিয়ে তাহমিনা ও তার স্বামীর সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাহমিনা তার ছোট শিশু কন্যাকে গালে মুখে আঘাত করতে থাকে। তারপর সুযোগ বুঝে গভীর রাতে তার শিশু মেয়েকে বাথরুমের বালতিতে থাকা পানির মধ্যে মাথা চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন,খবর পাওয়ার সাথে সাথে পুলিশ মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।তাহমিনা আক্তারকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে খুনের কথা শিকার করেন। আসামীকে হত্যা মামলার অপরাদের দায়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।