সৌরভ লোধঃ
কুমিল্লার বরুড়ায় পারিবারিক বিরোধের জেরে কামাল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করে তার আপন ভাতিজা মোহাম্মদ শামসু (৩০)।
আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে বরুড়া উপজেলার পৌর সদর বাজারের জিরো পয়েন্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করা হয়।
নিহত কামাল হোসেন বরুড়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বরুড়া পৌর সদরের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, যুবদল নেতা কামাল হোসেন বরুড়া পৌর বাজারে ফলের ব্যবসা করতেন। বুধবার দুপুরে বরুড়া পৌর সদরের জিরো পয়েন্টের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন তিনি।
এ সময় তার দোকানে আসে তার আপন বড়ভাই মৃত সেলিম মিয়ার স্ত্রী ও তার দুই ছেলে মোহাম্মদ সাইপুল ইসলাম (৩১) ও মোহাম্মদ শামসু (৩০)। এই সময় দোকানে ১০০০ টাকার বিষয় নিয়ে বাকবিতন্ডায় শুরু হয় তাদের মধ্যে। এই তর্কবিতর্ক একপর্যায়ে রূপ নেয় পারিবারিক সম্পত্তি নিয়ে। কেউ কিছু বুঝে উঠার আগেই নিহত কামাল হোসেনের ভাতিজা মোহাম্মদ শামসু তার গলায় ছুরি দিয়ে আঘাত করলে গলার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে যায়। মারাত্মক আহত হন কামাল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।